বাঘাইছড়ি ইউনিয়ন ১৯৬৬ সানে গঠিত হয় । বাঘাইছড়ি ইউনিয়ন আয়তনে অনেক বড়। এর আয়তন ১১,০০৪.২২ একর । এই ইউনিয়ন পরিষদ কার্যালয়টি উপজেলা সদর হতে ০৩ কিঃমিঃ দূরে এরং সড়ক পথের মাধ্যামে উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে ।ইহার লোক সংখ্যা মোট ১০৯৬৫ জন( অন লাইন জন্মনিব্ধন তথ্য অনুযায়ে) ইউনিয়নের মৌজার সংখ্যা ২টি ,শিজক ও বাঘাইছড়ি ।হাট বাজার ১টি । বাঘাইছড়ি ইউনিয়নে ১টি উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি।বৌদ্ধ মন্দির ১০টি মসজিদ ২টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস